চবি ঝর্ণায় এক স্কুলছাত্রের মৃত্যু

চবি প্রতিনিধি::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ডুবে জুনায়েদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ৯টায় ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নিহত জুনায়েদ চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।