বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট-২১ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ২২ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এ টূর্ণামেন্টে উপজেলার ১২টি দল চারটি গ্রুপে অংশ নিয়েছে। এ উপলক্ষে রবিবার (১০জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী প্রতি দলের প্রতিনিধিদের খেলার বাইলজ সর্ম্পকে অবহিতকরণ, লটারীর মাধ্যমে গ্রুপ নির্ধারণ, ফিকচার প্রণয়ন ও রেফারির বিফ্রিং করা হয়। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের মহাসচিব এস.এম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, এম.পি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক মো. লোকমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম, মো. আবদুল মান্নান মোনাফ, হেলাল উদ্দিন টিপু, সাবেক ফুটবলার ফজলুল কবির, আলী আকবর, জসিম উদ্দিন, পংকজ চন্দ, কার্তিক শীল প্রমুখ।