বাংলাদেশে এখনো আসেনি ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই ধাক্কা খেলো তারা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রোমারিও শেফার্ড। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেলেন কিওন হার্ডিং। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেননি হার্ডিং। তবে ১৭টি প্রথম শ্রেণি, ২০টি লিস্ট এ এবং একটি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। প্রথম শ্রেণি এবং লিস্ট এ ক্রিকেটে এই পেসারের সংগ্রহ যথাক্রমে ৫৪ ও ৩৪ উইকেট।
তিন টেস্ট এবং দুই ওয়ানডে খেলতে চলতি মাসের ১০ তারিখ ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
টেস্ট: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডে সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
ওয়ানডে: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, কিওন হোর্ডিং ও হেইডেন ওয়ালশ।