বাণিজ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকার আশাবাদ

ওয়েল ফেব্রিক্স এবং ওয়েল কম্পোজিট নীট লিমিটেড পরিদর্শনকালে নেপালী রাষ্ট্রদূত
ওয়েল গ্রুপের ওয়েল ফেব্রিক্স এবং ওয়েল কম্পোজিট নীট লিমিটেড পরিদর্শন শেষে ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ তরিকুল ইসলামের মতবিনিময় করছেন নেপালী রাষ্ট্রদূত মি. বানশিধর মিশরা।


ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ওয়েল ফেব্রিক্স এবং ওয়েল কম্পোজিট নীট লিমিটেড পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত মি. বানশিধর মিশরা।
ওয়েল গ্রুপের সাথে নেপালের বাণিজ্য খাত সৃষ্টি ও বাণিজ্য সুযোগ সুবিধা বর্ধিকরনের সম্ভাব্যতা নিয়ে আলোচনার উদ্দেশ্য নিয়ে তিনি গতকাল মঙ্গলবার ওয়েল গ্রুপের পরিচালনাধীন সকল প্রকার ওভেন ফেব্রিক্স প্রস্তুতকারী, ডাইং ও নিটিং ফ্যাক্টরী দুটি পরিদর্শন করেন।
ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ তরিকুল ইসলাম মি. বানশিধর মিশরাকে ফুলেল অভ্যর্থনা জানান এবং ফ্যাক্টরী এলাকা ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে সৌহার্দপূর্ণ বৈঠকে উভয় পক্ষ টেক্সটাইল খাতের নানাদিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে নেপালের টেক্সটাইল পন্য বাণিজ্যের নানান সম্ভাবনা, সুবিধা ও অন্তরায় সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন মি. বানশিধর। তিনি বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাতে ওয়েল গ্রুপের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা শেষে ওয়েল টেক্সটাইল এবং ওয়েল নীট কম্পোজিট ফ্যাক্টরীর পরিচালক সৈয়দ তরিকুল ইসলাম ও নেপালী রাষ্ট্রদূত মি. বানসিধর মিশরা  উভয়েই টেক্সটাইল খাতে নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে ওয়েল গ্রুপ ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।