পিএসজির নতুন কোচ পচেত্তিনো

পিএসজির নতুন কোচ হিসেবে চুক্তি সই করতে রাজি হয়েছেন সাবেক টটেনহাম কোচ পচেত্তিনো। তিনি টমাস টুখেলের স্থলাভিষিক্ত হবেন।

পচেত্তিনোর পারিশ্রমিক ধরা হয়েছে বছরে ছয় মিলিয়ন ইউরো। একই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ বাবদ পাবেন পিএসজি থেকে বরখাস্ত হওয়া জার্মান কোচ টুখেল।

বড়দিনের ছুটির আগে দলকে দুর্দান্ত এক জয় এনে দিয়েও চাকরি হারাতে হয় পিএসজির এই কোচকে।

বুধবার রাতে স্ট্রাসবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার ২৪ ঘণ্টা না যেতেই বোমা ফাটাল পিএসজি।