অনারবদের সৌদি আরব ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনারব বা সৌদি আরবের নাগরিক নন এমন ব্যক্তিদের সৌদি আরব ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, এসব মানুষ এখন সৌদি আরব ছেড়ে যেতে পারবেন। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সব রকম বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি। বন্ধ করে দেয় সীমান্ত। অনলাইন সৌদি গেজেট এ খবর দিয়ে বলছে, বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ (জিএসিএ) বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে অনারব যাত্রীদের সৌদি আরব থেকে পরিবহন করতে। অর্থাৎ সৌদি আরবে অবস্থানরত অনারব যাত্রীদের এখন সৌদি আরবের বিমানবন্দর থেকে তারা পরিবহন করতে পারবে। তবে এক্ষেত্রে করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য পূর্ব সতর্কতা নিতে বলা হয়েছে।
জিএসিএ বিদেশি বিমান সংস্থাগুলোকে অনুমোদন দিয়েছে। বলা হয়েছে, তারা ভাড়া বিমানও এক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তবে শর্ত দেয়া হয়েছে। বলা হয়েছে, সৌদি আরবে বিমান অবতরণ করার পর এর ক্রুরা বিমান থেকে নামতে পারবেন না। ভূমিতে যেসব স্টাফ বা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তারা তাদের সংস্পর্শে যেতে পারবেন না। গত রোববার সৌদি আরব নতুন করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় সব বাণিজ্যিক ফ্লাইট।