প্রতিনিধি: ২০ই ডিসেম্বর থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রিজন্সি ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২০ এর ২য় রাউন্ড খেলা শুরু হবে। উদ্ভোধনী খেলায় মনসা তরুণ সংঘ বনাম পটিয়া ফাইটার্স ইলেভন প্রতিযোগিতা করবে। মোট ১২টি টিম ২য় রাউন্ডে নক আউট পদ্ধতিতে একে অপরের মোকাবেলা করবে।
