মাতৃভাষার ব্যাপক চর্চা ও লালন প্রয়োজন

চট্টগ্রাম সুহৃদের সভাপতি মির্জা ইমতিয়াজ শাওন বলেছেন, আজ একুশে ফেব্রুয়ারি শুধু জীবন দেয়া স্বাধীকার আন্দোলনের অনুপ্রেরণার প্রতীক নয়, আজ একুশ সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। সবাইকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মাতৃভাষার ব্যাপক চর্চা ও লালনের মাধ্যমে মাতৃভাষার প্রতি অনুরাগ ও অনুভূতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহবান জানাই। এ দায়িত্ব আমাদেরকেও নিতে হবে।

একুশে ফেব্রুয়ারি সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউজ চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম সুহৃদ আয়োজিত আলোচনা সভার সমাপিনী বক্তব্যে এমন মত তুলে ধরেন চট্টগ্রাম সুহৃদ সভাপতি এবং দৈনিক প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন।

আলোচনায় অংশ নিয়ে সুহৃদের সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাইদক শাদ ইরশাদ বলেন, মাতৃভাষা চর্চা ও এর প্রতি শ্রদ্ধা বজায় রাখতে বিজাতীয় কায়দায় বাংলা উচ্চারণ থেকে বিরত থাকা আমাদের সবার পবিত্র দায়িত্ব।

সুহৃদের সাংগঠনিক সম্পাদক ও জলছবি সম্পাদক সৈকত শু্ভ্র অন্তু তাঁর বক্তব্যে বলেন, ‘একুশের চেতনায় আমাদের ভাষা ও দেশকে সমৃদ্ধ করতে হবে’বাঙালি চিরকালই সংগ্রামী জাতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাঙালি প্রমাণ করেছে বাঙালি বীরের জাতি।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশকে বিশ্বের সামনে এক ঐতিহ্যশালী সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তবেই শহীদের রক্ত ও আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

এ সময় লেখক মিজান মনির, সাংবাদিক সাইফি আনোয়ার, মোহাম্মদ জিসানপ্রমুখ উপস্থিত ছিলেন।