রাইড শেয়ারিং ঢাকায় মোটরসাইকেলই চলতে পারবে

রাইড শেয়ারিং সেবার আওতায় আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে এর জন্য কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, কেবল রাইড শেয়ারিং সেবা চালানোর সনদপ্রাপ্ত মোটরসাইকেলই চলতে পারবে। মানতে হবে নির্দিষ্ট কতগুলো স্বাস্থ্যবিধি।

ইতিমধ্যে এ–সংক্রান্ত নির্দেশনা বিআরটিএ থেকে রাইড শেয়ারিং কোম্পানিগুলোতে গেছে। তবে এই সেবা এখন শুধু ঢাকা ও এর আশপাশের এলাকায় চালু থাকবে। চট্টগ্রাম কিংবা অন্য কোনো শহরে মোটরসাইকেলসেবা চালু করার অনুমতি দেওয়া হয়নি।

বিআরটিএর নির্দেশনা অনুসারে, রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যেগুলোর বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সনদ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের আলাদা এনলিস্টমেন্ট সনদ থাকতে হবে। এ ক্ষেত্রে সব কটি রাইড শেয়ারিং কোম্পানির ১ হাজার ১৫৬টি মোটরসাইকেলের এনলিস্টমেন্ট সনদ আছে। অর্থাৎ এই সনদধারী মোটরসাইকেলের বাইরে অন্য মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবার অ্যাপ ব্যবহার করে যাত্রী পরিবহন করতে পারবে না। সনদপ্রাপ্ত মোটরসাইকেলগুলো শুধু ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় চলতে পারবে। ডিটিসিএ এলাকার মধ্যে রয়েছে—ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর; ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলা। অবশ্যই চালক ছাড়া মাত্র একজন যাত্রী পরিবহন করতে হবে।