লোহাগাড়ায় দেশীয় তৈরি রাইফেল ও ৭ রাউণ্ড কার্তুজসহ যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা ও একটি বল্লমসহ মুহাম্মদ সোহেল (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ২১ এপ্রিল (রবিবার) রাত ১২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক সোহেল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচরের বাহাদ্দারকাটা পুচ্ছলিয়া পাড়া এলাকার বাসিন্দা এবং ফোরকান আহমদের পুত্র।

লোহাগাড়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাত দলের সদস্য ওই এলাকায় প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হলে মুহাম্মদ সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা ও একটি বল্লমসহ মুহাম্মদ সোহেলকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, সোহেলের বিরুদ্ধে থানায় দুইটি ডাকাতি মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে মঙ্গলবার(২২ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।