কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে – বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চন্দনাইশ উপজেলা শাখা ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন – একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী, চট্টগ্রামের কৃতি সন্তান ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন – একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, লেখক-সাংবাদিক শওকত বাঙালি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বিশিষ্ট লেখক, গবেষক, শামসুল আরেফিন, ইতিহাসবেত্তা ও গ্রন্থ প্রণেতা চন্দনাইশের কৃতি সন্তান সোহেল মুহাম্মদ ফখরুদ-দ্বীন, নাট্যজন, সংগঠক কবি সজল চৌধুরী, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ তৌহিদুল ইসলাম রহমানী, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আলম প্রমুখ। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সংগঠক, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেষ্ট দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।