ব্রাহ্মণবাড়িয়া খড়মপুর শাহপীর ছৈয়্যদ গেছু দারাজ (কল্লা শহীদ) (রা.) মাজারের খাদেম ও মাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফ আহম্মেদ (সাগর) খাদেমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডার এর সাজ্জাদানশীন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুম আরিফ আহম্মেদ (সাগর) খাদেম এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সেইসাথে মহান আল্লাহ দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য মরহুম কাজী আরিফ আহম্মেদ (সাগর) খাদেম গত বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। শুক্রবার বাদ জুম্মা খরমপুর মাজার প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন কবরস্হানে দাফন করা হয়।