নিজস্ব প্রতিবেদক:: বিরোধের জেরে হামলায় মিরসরাইয়ে আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। আহত মমতাজুল রুবেল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সোমবার (১০আগষ্ট) সকালে মিরসরাই সদরের কোর্ট রোডের মুখে চালানো ওই হামলায় আহত রুবেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মিরসরাই পৌরসদরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতা রুবেলের উপর। এসময় মাথা ও পেটে ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন জানান, ছাত্রলীগ নেতা রুবেলের উপর হামলার একটি খবর শুনেছি। তবে হামলার কারন সম্পর্কে কিছু জানতে পারিনি। এই হামলার ঘটনা খুবই দুঃখজনক। হামলার কারন ও জড়িতদের চিন্হিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, মমতাজুল রুবেলের উপর হামলার কারন ও জড়িতদের চিন্হিত করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১সপ্তাহের মধ্যে তাদেরকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, হামলা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











