কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানির গেট বাল্ব চুরি, সরবরাহ বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানি সরবরাহের গেট বাল্ব গুলো চুরি হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) মধ্য রাতে এই চুরির ঘটনা ঘটে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল সংকট ও নিরাপত্তকর্মী না থাকায় হাসপাতালে চুরির ঘটনা বাড়ছে বলে জানা গেছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে চুরির ঘটনায় সকলেই বেশ উদ্বীগ্ন। বিশেষ করে বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মী সংকট রয়েছে। দ্রুত সরকারি ভাবে নিয়োগ প্রক্রিয়া করে এই সংকট দুর করা না গেলে চুরির ঘটনা আরও বৃদ্ধি পাবে। তিনি জানান, ধারণা করা হচ্ছে মধ্যরাতে মাদকসেবিরা এসে পানির গেট বাল্ব গুলো চুরি করে নিয়ে গেছে। এতে করে হাসপাতালে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, চুরির ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাপ্তাই থানাকে লিখিত ভাবে জানানো হয়েছে।

কাপ্তাই থানার ওসি কাই কিসলু জানান, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।