জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪ টায় ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স
হয়েছিল ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য
রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। শফিউল বারী বাবু’র মৃত্যুতে গভীর শোক ও
দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির
চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ
হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম
বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। এক শোক বার্তায় নেতৃদ্বয়
বলেন, শফিউল বারী বাবু ছাত্রদলের সোনালী ফসল। ছাত্রদলের রাজনীতি দিয়ে
শুরু করে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
নেতৃদ্বয় বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শে আস্থাশীল হয়ে স্বেচ্ছাসেবক দলকে
সুসংগঠিত ও গতিশীল করতে তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। গণতন্ত্র
পুন:রুদ্ধার আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা
জাতীয়তাবাদী আর্দশের সৈনিকদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে দলের
যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। নেতৃদ্বয় মরহুম শফিউল বারী
বাবুর বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের
সদস্যবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা
জানান।











