উত্তর খুলশী আবাসিক এলাকায় এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধন কালে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীন বলেছেন, নগরের ৪১ ওয়ার্ডে এলইডি বাতি স্থাপনের ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ বিদুৎ খরচ সাশ্রয় হচ্ছে। শহরের রাস্তাঘাটে আলোর পরিমাণ আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বেশি আলো পাওয়া যাচ্ছে। মূলত এ কারণেই সড়কবাতি হিসেবে এলইডি লাইট স্থাপিত হচ্ছে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীকে শতভাগ আলোকায়নের উদ্দেশ্য নিয়ে কাজ করেছি। গত ৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলে দ্রুত নগরায়ন ঘটেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে মহাকর্মযজ্ঞে শামিল হয়েছি। ফলে চাহিদা বেড়েছে সড়ক ও সড়ক বাতির। কিন্তু বিগত সময়ে স্থাপিত সোডিয়াম ও এনার্জি লাইটের আলোতে নগরীকে শতভাগ আলোকায় সম্ভব হয়ে না উঠায়। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্নভাবে যাচাই-বাছায়ের পর এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করেছিলাম। এই দীর্ঘ সময়ে সফলতাও এসেছে। এলইডি বতি স্থাপনের পর শহরের অতি অন্ধকারচ্ছন্ন স্থান সমূহে কমেছে অপরাধ প্রবণতা। নারি,পুরুষ,বৃন্ধ ও প্রতিবন্ধীরা অবাধে হাঁটাচলা করছে শহরের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে। নগরীর অত্যাধুনিক উত্তর খুলশী আবাসিক এলাকায় এলইডি বাতি সংযোজনের মধ্য দিয়ে আলোকায়নের একটি নতুন মাত্রা যোগ হলো। আশা করছি আলোকায়নের এই ধারা অব্যাহত থাকবে। আজ বিকালে উত্তর খুলশী আবাসিক এলাকায় ৩.৫ কি. মি. সড়কে এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। চসিকের ১৪০টি এলইডি বাতি স্থাপনে ব্যয় হয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা। এ সময় কাউন্সিলর মোরশেদুল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, নাছিরাবাদ হাউজিং সোসাইটির সাধারন সম্পাদক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।











