শফিউল বাবুর মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারালো: খসরু

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।

আমীর খসরু বলেন, শফিউল বাবুর মৃত্যুতে দল একজন দক্ষ সংগঠককে হারালো। দলের জন্য তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

গত কয়েকদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন শফিউল বাবু।

স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার রাত ২টার দিকে তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।