লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে ২৭ জুলাই (সোমবার) বিকেল ৫টায় উপজেলা সদর ফয়েজ-শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আলতাপ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ.কে.এম পারভেজ, যুবলীগ নেতা হারুনুর রশীদ, জামাল হোসেন মেম্বার, সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের কলাউজান ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম বড়ুয়া, অর্থ সম্পাদক মাঈনুউদ্দীন হাছান, চরম্বা ইউনিয়ন সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, পদুয়া ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক হোবাইর সিকদার, সহ-সভাপতি হারুনর রশীদ, রফিকুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মুরাদ সিকদার, সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ জায়েদুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, চুনতি ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ ছোটন, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, সহ-সভাপতি হাফেজ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মিজানুর রহমান, সেলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম ও সাহেদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের ২৬ তম প্রতিষ্টাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সকল নেতাকর্মীদের খাইয়ে দেয়া হয়।










