রাউজানে মাস্ক না পড়ায় আট জনকে জরিমানা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ার দায়ে ৮জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। রাউজান ফকির হাটের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের আট ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ায় প্রত্যেককে ১ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি হয়েছে। সচেতনতা তৈরির জন্য মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছি।