নিশ্বাসের বন্ধু মানবতার সেবাই নিয়োজিত থাকবে

চান্দগাঁওয়ের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “নিশ্বাসের বন্ধু”র আগামী দিনের কর্ম পরিকল্পনা ও চলমান সেবা কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা সংগঠনের কার্যলয়ে জামান চৌধুরী শিপলুর পরিচালনায় এম আবুল মনসুর রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয় ৷

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চান্দগাঁও নিশ্বাসের বন্ধু আমাদের সন্তানের মতো। একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে যেমন মা-বাবার সুনাম বয়ে আনে ঠিক তেমনি আমাদের সন্তানের আদরে চান্দগাঁও নিশ্বাসের বন্ধু মানবতার সেবাই নিয়োজিত থাকবে। তাতে আমাদের সুনাম এবং একদিন আল্লাহর কাছে আমরা এই মহতী কাজের পুরস্কার পাব। চান্দগাঁও নিশ্বাসের বন্ধু দেশ ও বিদেশের বিভিন্ন মহলের সহযোগীতায় পরিচালিত একটি সামাজিক সেবামুলক ও অরাজনৈতিক সংগঠন। অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থভাবে তারপরও আমরা জবাবদিহিতার আওতায় নিজেদেরকে অন্তর্ভুক্ত রেখেছি যারা এই মানবতার সেবাই সহযোগিতা করেছেন ভবিষ্যতে করবেন তাদের জন্য নিখুত এবং স্বচ্ছতার সহিত আমরা আয় ব্যয়ের হিসাব নথিভুক্ত করে যাচ্ছি।

সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ নাছির, মোহাম্মদ কামাল, কাজী পারভেজ, মোহাম্মদ বদরুল, আবু বক্কর বাবু, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আবুল হাসনাত প্রমুখ ৷

উল্লেখ্য, সংগঠনটি অক্সিজেন,নেবুলাইজার,অক্সি পালস মিটার ফ্রি হোম সার্ভিস এবং মৃত ব্যক্তির জন্য বিনামূল্যে কাফনের কাপড় প্রদান দিয়ে শুরু করলেও এখন প্রতিদিন ২০ থেকে ৩০জন রোগীকে বিনামুল্যে অভিজ্ঞ ডাক্তার দ্ধারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। চান্দগাঁও নিশ্বাসের বন্ধুকে যদি কেউ সহযোগিতা করতে চাই তাহলে বিকাশ নাম্বার-০১৭৭৭-২৭৪১৪৯ (পার্সোনাল) এ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
সংবাদ প্রেরক