৩০০ বছরের মধ্যে বৃটেনে সবচেয়ে বড় অর্থনৈতিক অবনমন

৩০০ বছরের মধ্যে বৃটেনে সবচেয়ে বড় অর্থনৈতিক অবনমন হতে যাচ্ছে। এর ফলে ঋণের বোঝা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে বৃটেনে বাড়াতে হবে ট্যাক্স। একই সঙ্গে কর্তন করতে হবে খরচের খাত। এ সতর্কতা দিয়েছে খরচ পর্যবেক্ষণকারী সংস্থা অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি। তারা বলেছে, ২০২০ সালে বৃটেনের অর্থনীতির সংকোচন ঘটতে যাচ্ছে শতকরা ১২.৪ ভাগ। এ সময়ে স্বাভাবিক সময়ের চেয়ে ধারদেনার খাত বৃদ্ধি পাবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মে মাসে বৃটিশ অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক ধীর গতিতে অগ্রসর হয়েছে।
আগের মাসের তুলনায় তা ছিল শতকরা মাত্র ১.৮ ভাগ। তাও করোনা ভাইরাসকে কেন্দ্র করে লকডাউন শিথিল করার ফলে। ওদিকে গত মাসে প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার ১০ বছর আগের কঠোরতায় ফিরে যাবে না।