উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

নিহত তিন রোহিঙ্গা হলেন যথাক্রমে, তুমব্রু কোনারপাড়া মৃত জুলুর মুল্লুকের ছেলে নুর আলম (৪৫), উখিয়ার বালু্খালী ১নং ক্যাম্পের গুরা মিয়ার ছেলে মো. হামিদ (২৫) এবং কুতুপালং ২নং ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে নাজির হোসেন (২৫)।

বিজিবির দাবি, নিহত রোহিঙ্গারা ইয়াবাকারবারি।

বুধবার দিনগত রাত পৌনে ৪টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে তিন লাখ পিস ইয়াবা, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ কোটি টাকা।