সৌদি সরকার প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে । রোববার( ৫ জুলাই) সৌদি আরবের বাদশাহ সালমান এক ফরমান বলে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর নির্দেশ দেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন তাদের তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়া হবে কোনো রকম অর্থ ছাড়াই। এ ছাড়া যারা করোনার কারণে দেশে বা দেশের বাইরে আছেন তাদের এক্সিট ও এন্ট্রি ভিসারও মেয়াদ বাড়ানো হবে।