লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় কংকরবোঝাই ট্রাক ও খালি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই চালক নিহত হয়েছেন।
শুক্রবার(৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রায়পুর-চাঁদপুর সড়কের চৌধুরিপুলের টার্নিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তাদের নাম পাওয়া না গেলেও, তবে পিকআপচালকের ৩৮ ও ট্রাকচালকের বয়স ৪৫ বছর হবে। তাদের একজনের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ও অন্যজনের মুন্সিগঞ্জ শহরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পিকআপচালক মারা যান এবং ট্রাকচালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিতে সেখানে তিনিও প্রাণ হারান।
রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।