হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক, ইউএসএ এর উদ্যোগে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে স্বাস্থ্যকর্মীদের জন্য বিআইটিআইডির ডেপুটি ডিরেক্টর ডাঃ হাসান রশিদ চৌধুরীর নিকট স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
এছাড়াও হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক.চট্টগ্রাম এর প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক বোর্ড সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কোভিড আক্রান্ত রোগীদের সেবায় চিকিৎসক, চিকিৎসক সহযোগীদের জন্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। উক্ত হস্তান্তর কালে উপস্থিত ছিলেন কলামিষ্ট মো মুসা খান,মোস্তফা মনোয়ার মুন্না প্রমুখ।