১৯ অক্টোবর চবি শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হবে পাঠদান

করোনা মহামারিতে ২০২০ সালের ১৮ মার্চ বন্ধ হওয়ার দীর্ঘ ১৯ মাস পর আগামী ১৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হবে পাঠদান।

রোববার (১০ অক্টোবর) দুপুরে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ ছাড়া আগামী ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান পরিবহন শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ৮টায় ও ৯টায় দুটি ট্রেন শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি দুপুর দেড়টা ও আড়াইটায় পুনরায় ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে রওনা হবে।

১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও গ্রন্থাগার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন ১৯ অক্টোবর থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরু হবে বিভিন্ন বর্ষ বা সেমিস্টারের ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সব কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে হবে।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের কাছে ৪৮ হাজার টিকার আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিশ্চিত হওয়ার পরই আবাসিক হলে উঠানো হবে।