চবির দেড় হাজার শিক্ষার্থী ও কর্মচারীকে করোনা টিকা প্রদান

চবি মেডিক্যাল সেন্টারে একদিনে দেড় হাজার শিক্ষার্থী ও কর্মচারীকে করোনা টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বিশ্বে বাংলাদেশ সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষা, চিকিৎসা, শিল্প সবক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। শতভাগ টিকার আওতায় আনতে চেষ্টা করছি আমরা।

চবি মেডিক্যাল সেন্টারের চীফ মেডিক্যাল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন টিকার ব্যবস্থা করেছে। সকাল থেকেই আমরা সুশৃঙ্খলভাবে কার্যক্রম চালাচ্ছি। এ দফায় চবির মোট ১৫০০ জন সিনোফার্ম টিকা পাচ্ছে।