খালাস হচ্ছে আরো ২শ টন অক্সিজেন

ভারত থেকে আমদানি করা আরো ২শ টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস হচ্ছে।

ভারত থেকে বেনাপোল হয়ে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে।

ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনে ১০টি কন্টেইনারে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশের মাধ্যমে এসব তরল আনা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রেন চলাচলের অনুমতি না থাকায় অক্সিজেন এখানেই খালাস করে গ্যাস বহনকারী লরিতে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে লিনডে বাংলাদেশ লিমিটেডের লোকজন এসব অক্সিজেন গ্রহণ করেন।