চিৎমরমে সন্ত্রাসীদের গুলিতে নিহত উসুইপ্রু মারমার পরিবারকে আর্থিক সহায়তা

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই কাপ্তাই উপজেলাধীন ৩নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পার্বত্য সন্ত্রাসীদের হাতে নিহত হয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুইপ্রু মারমা। তার সহধর্মিনী ম্যাসিংনু মারমাকে রোববার (৩১ মে) দশ হাজার টাকা ও ত্রান সামগ্রী প্রদান করা হয় কাপ্তাই সেনা জোনের ২৩ ইষ্ট বেঙ্গল ডেয়ারিং টাইগার্স এর পক্ষ থেকে। কাপ্তাই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তৌহিদ উজ্জামান নিহতের সহধর্মীনীর হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান খ্যাওসিং মং চৌধুরী, চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা, ইউনিয়ন আ’লীগের সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্ল্যেখ ,গত ১ এপ্রিল ২০২০ তারিখ রাত প্রায় ১১ টার সময় যুবলীগ নেতা উসুইপ্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে পার্বত্য সন্ত্রাসীরা তার বাড়ীর সন্নিকটে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে তাকে হত্যা করে। কাপ্তাই উপজেলা আ’লীগ এবং উপজেলা যুবলীগের পক্ষ হতে এই হত্যাকান্ডের জন্য আঞ্চলিক দল জেএসএসকে দায়ী করা হয়।