পানছড়িতে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার ও অনুদান বিতরণ

খাগড়াছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পানছড়ি সাব জোনের আওতাধীন স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি। পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর রিফাত হোসাইন পিএসসি ও লেঃ মাহাদী। এসময় জোন কমান্ডার স্থানীয় অসহায় ও দরিদ্র ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ৪ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ৪ টি হুইল চেয়ার, ১ টি অসহায় ও দরিদ্র পরিবারকে ঘর মেরামতের নিমিত্তে ৩ বান্ডিল ঢেউ টিন এবং ২ টি পানির মোটর (৪০০ ফুট পাইপসহ) বিতরণ করেন।

এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

ঈদের পূর্ব মুহুর্তে খাগড়াছড়ি জোনের এই পদক্ষেপে স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন, পানছড়িতে যখন জোন ছিলো তখন আমরা নানান প্রকার সাহায্য সহযোগীতা পেতাম সেনাবাহীনি থেকে, তাই পানছড়িতে সেনা ক্যাম্প স্থাপন করার দাবী জানাই।