যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ (বুধবার) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শহিদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিভাসু পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ও উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। এ সময় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীন আক্তার, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, বিজয় ২০২৪ হলের প্রভোস্ট প্রফেসর শাহনাজ সুলতানা, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিকস) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো: আ: হালিম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের পর সিভাসু অফিসর সমিতি ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো-জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত এবং আলোকসজ্জা।