উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মধু সুধন দে, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) নাসির উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ছৈয়দ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম, রাজা পালং মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবদুল হক, প্রধান শিক্ষিকা ফাতেমা জাহান চৌধুরী, প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, প্রধান শিক্ষক এম এ মান্নান উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উর্মি বেগম।
আলোচনা সভায় বক্তরা বলেন ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি কালো রাত। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পাকিস্তানি সামরিক বাহিনী ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়৷ এদিন রাতের অন্ধকারে পাকিস্তানের হানাদার বাহিনী বর্বরভাবে নিরস্ত্র বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে। বাঙালি জাতি সে থেকে এই দিনটিকে জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে। সভায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।