নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-আতিক-কামাল

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের বিরুদ্ধে করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারির আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের গ্রেপ্তারি আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারকে এবং বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে কামরুল ইসলাম গত ১৮ নভেম্বর, আতিকুল ইসলাম ১৬ অক্টোবর এবং কামাল আহমেদ মজুমদার ১৯ অক্টোবর রাতে পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হন।