হাটহাজারীতে ভিপি সম্পত্তিতে নির্মিত স্থাপনা ভেঙে দিল প্রশাসন

সরকারী লিজ প্রদানকৃত ভিপি সম্পত্তিতে অন্য ব্যক্তি কর্তৃক অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করায় অভিযান চালিয়ে স্থাপনা ভেঙ্গে দিয়ে লিজ গ্রহীতাকে জায়গা বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ মার্চ) উপজেলার কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে ব্যবস্থা নেয়া হয় বলে জানান অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন।

এদিকে একইদিন মূল্য তালিকা না থাকা ও সয়াবিন তেলের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় মূছা স্টোরের জাহেদ হোসন সওদাগ ও হাজী সালাম স্টোরের ওবাইদুল্লাহ সওদাগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৩ ও ২ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।