চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার ভষ্মিভূত হয়েছে। এতে খামারে থাকা অন্তত ১ হাজার মুরগি, নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিক মোজাফ্ফর আহমেদের।
বুধবার (১৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকার মোজাফ্ফর আহমেদ এর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খামারসহ ১৫দিন বয়সী এক হাজার মুরগির বাচ্চা ও সেখানে থাকা নগদ ষাট হাজার টাকা পুড়ে যায় বলে জানায় ভুক্তভোগী খামার মালিক।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মনজুর বলেন, ‘রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় ওই মুরগির খামারে আগুন দেখা যায়। পাশে গিয়ে দেখা যায় মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। খামারে থাকা ব্রয়লার মুরগির সব বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে দুর্গন্ধ ছড়ায়। ওই খামারীর যা পুঁজি ছিল তার সবই বিনিয়োগ করেছে ওই খামারে। ধারণা করা হচ্ছে খামারের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারীরা সিগারেট খেয়ে অবশিষ্টাংশ ফেলে দেওয়ায় সেখান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘খামারে অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরে আমরা অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌছি। তার আগেই খামার ও মুরগি পুড়ে গেছে। এ ছাড়া খামার সংলগ্ন সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারেনি।’