কক্সবাজার জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত ‘‘ডিআরআর কোর্ডিনেশন গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র’র সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সভায় জানানো হয়, দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সাড়াদান কার্যক্রমে নিয়োজিত স্থানীয়, আন্তর্জাতিক ও জাতিসংঘভ‚ভূক্ত সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন, যৌথ পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন, স্বল্প সম্পদের মাধ্যমে কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যকমে পরস্পরকে সহযোগিতা প্রদান এবং সর্বোপরি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার নেতৃত্বে এই ডিআরআর কোর্ডিনেশন গ্রুপ (DRR Coordination Group) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুর করেছে।
প্রথম সভায় দলের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, দায়-দায়িত্ব, সদস্যপদ, নিয়মিত সভার সূচী, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সার্বিক সমন্বয় নিয়ে সদস্যগণ মতামত প্রদান করেন এবং একটি খসড়া নীতিমালা/দল পরিচালনার নীতি প্রনয়নের সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপসা, সেড, একশনএইড, সিআইএস, এডিপিসি, কেয়ার, আইআরসি, ইসলামিক রিলিফ, প্লান ইন্টারন্যাশনাল, কারিতাস, জার্মান রেডক্রস, এমেরিকান রেডক্রস, আইএফআরসি এবং ইউএনডিপি-এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলেই ডিআরআর কোর্ডিনেশন গ্রুপের মাধ্যমে কক্সবাজের বহুমূখী আপদ মোকাবেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কার্যকম সু-সমন্বিতভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।