চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাগতিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রমজান পূর্ব তারাখোঁ ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রমজান ও হাসানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোহাম্মদ আশরাফ বলেন, ‘আমরা জানতে পেরেছি, স্থানীয় আহম্মদ ছাফা তাদের ওপর হামলা চালিয়েছে।’
আহত মোহাম্মদ হাসান জানান, ‘কয়েকদিন আগে আমার একটি মোটরসাইকেল ছিনতাই হয়। এ নিয়ে আহম্মদ ছাফার সঙ্গে কথা বলার সময় সে আমাদের এলোপাতাড়ি ছুরি মারে।’
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ছাফা একাধিক হত্যা মামলার আসামি।
নিহত রমজানের মা নুর নাহার বেগম তার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর হাসপাতাল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, ‘মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’