উখিয়ায় দুষ্কৃতিকারীর শিকারীর গুলিতে বন্যহাতির মৃত্যু

কক্সবাজার উখিয়ায় দুষ্কৃতিকারী শিকারীরা গুলি করে এক বন্যহাতিকে হত্যার গুরুতর অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি বড়খাল এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগ জানায়, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনের জুমছড়ি এলাকায় একটি বন্যহাতি মৃত অবস্থায় দেখতে পায় বন রক্ষা কমিটির সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জনকে খবর দিলে তারা প্রাথমিক আলামত সংগ্রহ করে। ভেটেনারি সার্জনের এক কর্মকর্তা জানান, হাতিটির শরিরের বিতর থেকে তিনটি গুলির (সীসা) বাহির করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলির আঘাতে বন্য হাতিটি মারা যেতে পারে।

গ্রামবাসীদের অভিমত, দুষ্কৃতিকারী শিকারীরা হাতিকে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর মূল্যমান দাঁত ও অন্যান্য উপসর্গ সংগ্রহ করে উচ্চ মূল্যে বিক্রি করার জন্য পশু হত্যা সংঘটিত করছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম জানান, “বন্যহাতি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তর সময় হাতির শরির হতে ৩টি গুলি বাহির করেছে যার কারণে ধারণা করা হচ্ছে হাতিটি গুলির আঘাতেও মারা গেছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।