মির্জা ইমতিয়াজ শাওন: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় বর্তমানে নতুন নিয়মে নূসুক এর তালিকায় না থাকায় অনেক হোটেল বন্ধ থাকায় হাজীদের অব্স্থানের জ্ন্য তীব্র রুম সংকট দেখা দিয়েছে। এর মধ্যে মক্কার গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মিসফালায় উন্নয়নকাজের অংশ হিসেবে একের পর এক হোটেল ভেঙে ফেলা হচ্ছে ও টিনের ঘেরা দিয়ে বিধি নিষেধ আরোপ করার ফলে হারাম শরিফের আশপাশে হোটেলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

এই পরিস্থিতিতে উমরা পালনকারীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেল ভাড়ায় ভয়াবহ উল্লম্ফন দেখা দিয়েছে। কেন্দ্রীয় এলাকায় ভাড়া বেড়েছে প্রায় তিন চারগুণ পর্য ন্ত। অনেক হোটেল কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত বুকিং বাতিল করে দ্বিগুণ দামে রুম ভাড়া দিচ্ছে বলেও অভিযোগ করছেন বিভিন্ন দেশের হজ ও উমরা এজেন্সির মালিকরা।
এক্জ্ন এজেন্সির মালিক বলেন এখ্ন থেকে হাজীদের দূরে থাকার বিষয় মাথায় নিয়ে ওমরাহ পাল্ন করতে আসা উচিত।
বিশেষজ্ঞদের মতে, মিসফালার হোটেল ভাঙা ও নতুন নিয়মের ফলে সৃষ্ট এই সংকট দীর্ঘমেয়াদে আরও ঘনীভূত হতে পারে, যা উমরা যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এ বিষয় মাথায় রেখে প্যাকেজ করার বিষয়ে কাফেলা সমূহের লক্ষ্য রাখা উচিত।









