জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেছেন, ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়া হয়েছে। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন। এসব দলের মতামতের উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে।
তিনি বলেন, বৃহস্পতিবারের (১৩ মার্চ) মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত ঐকমত্য কমিশনকে জানাবে বলেও আশা করেন৷
যখন যে দলের মতামত পাওয়া যাবে, সেই সময় থেকেই আলোচনা শুরু হবে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে চায়। স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়, জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। ছবি: সময় সংবাদ
ঐকমত্য কমিশনের ছয় মাস মেয়াদের মধ্যেই তাদের কাজ শেষ করতে চায়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৩৪টি দলই একমত হলে সংস্কারের জন্য ভাল হবে। আর ১৬৬টি সুপারিশ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এরমধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ রয়েছে ৭০টি। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি আর বিচার বিভাগ বিষয় সংক্রান্ত ২৩টি। জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ২৬টি। দুর্নীতি দমন কমিশনের সুপারিশ রয়েছে ২০টি।
সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। যা আজ জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করেছে।