মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, দেশীয় প্রজাতির প্রাণী উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। এর প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালী সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব। এতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন লেয়ার খামারী মোঃ আব্দুর রহিম।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।











