চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১ মার্চ) পোপাদিয়া ইউনিয়নের অন্নপূর্ণা হাট এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুছা (৫২), একই ইউনিয়নের মৃত ভোলানাথ আচার্যের ছেলে শংকর আচার্য (৪২) এবং মৃত বদিউল আলমের ছেলে মুসলিম উদ্দীন (৪৫)।
বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা জানান, প্লাস্টিকের বোতল ও পলিথিন ভর্তি ১০০ লিটার চোলাই মদ জব্দ করে গ্রেপ্তারদের বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ইউপি সদস্যসহ আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার পর আদালতে পাঠেনো হয়েছে।