দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে বলবো আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে জাতির ঐক্য নষ্ট হয়। এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু; এটা ভুল। তারা শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে বাংলাদেশের মানুষকে কখনো পাশে পাবে না।
এর আগে ৩১ টি পায়রা উড়িয়ে ৩১ দফার উদ্বোধন করেন মির্জা ফখরুল।
দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে জনসভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে।
লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম।