এশিয়ান পেইন্টস বাংলাদেশের সাথে চবির সমঝোতা চুক্তি স্বাক্ষর

এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে চবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। চুক্তিতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর পক্ষে মার্কেটিং হেড সৈয়দ মোহাম্মদ জুবায়ের পারভেরী এবং ডেপুটি রিজিওনাল ম্যানেজার রানা রক্ষিত স্বাক্ষর করেন। এসময় এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর টিউরিটরী সেলস্ (ভারপ্রাপ্ত) প্রণব কুমার মালাকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এশিয়ান পেইন্টস, তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) ও ব্র্যান্ডিং উদ্যোগের অংশ হিসেবে, সৌন্দর্যায়ন ও ব্র্যান্ডিং উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নান্দনিক আবেদন বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ সহযোগিতায় এশিয়ান পেইন্টস এর প্রাঙ্গনে ব্র্যান্ডিং সুযোগ সুবিধা দিতে সম্মত হয়।