কক্সবাজারে এক মার্কিন নারী হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১০ মার্চ সকাল ১০টার দিকে পৌর শহরের সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেদ কিমেল তার সহকর্মী অনচন মাল্লাকে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের সার্কিট হাউজ প্রধান সড়কে হেটে যাচ্ছিলেন। ওই সময় তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০) তাকে গতিরোধ করে জাপটে ধরেন।
একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তারেক কক্সবাজার শহরের মহাজের পাড়ার মোহাম্মদ ফরিদ ওরফে পান ফরিদের ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এছাড়া সে শিশু ধর্ষণ মামলারও আসামী। আর ভুক্তভোগী কক্সবাজারে ইউএন সংস্থায় কর্মরত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন বলেন, ভুক্তভোগী মার্কিন এই নারী কক্সবাজারে জাতিসংঘের একটি সংস্থায় কাজ করেন। তিনি সকালে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন এক বখাটে তাকে হেনস্থা করেন। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।