ঈদগাঁওতে ট্রেনের ধাক্কায় মাইক্রো চূর্ণবিচূর্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি বিয়ে বাড়ির মাইক্রোবাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, ‘দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামবাদ এলাকার রেলক্রসিং পার হচ্ছিল বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এ সময় কক্সবাজার স্টেশন থেকে আসা চট্টগ্রামমুখী একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি চূর্ণবিচূর্ণ হয়ে অনেক দূরে ছিটকে পড়ে। তবে ঘটনায় যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আঘাতপ্রাপ্তরা স্থানীয়রা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

ওসি বলেন, ‘ট্রেনটি রেলক্রসিং স্থলে আসার আগেই বাঁশি বাজাচ্ছিল। কিন্তু সেখানে কোনো গেইটম্যান না থাকায় মাইক্রোবাসটির চালক সম্ভবত ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। ঘটনার খবর মালিকপক্ষের লোকজন এসে দুর্ঘটনা কবলিত গাড়িটি নিয়ে যায়।’

ইসলামাবাদের স্থানীয় বাসিন্দা কবির আহমদ জানান, ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকে এ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এতে রেলক্রসিং গেইটে কয়েকবার এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এই রেলক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরণের ব্যবস্থা নেননি বলে জানান তিনি।