চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ‘লীগ নেতাকর্মীসহ আটক ৪০

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের অধিকাংশই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে নগরীর ১৬ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতদের মাধ্যমে দুই শিশুও রয়েছে। ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালী থানার অভিযানে মোঃ শাহফাজ মিয়া (৩৪), মোঃ আবুল কালাম (৫৮), কাজী সালাউদ্দিন লাভলু প্রকাশ সালাউদ্দিন (২৯), ইসতেশাম আলম দোভাষ ইশরাক (২১), মোঃ হাবিব উল্লাহ (২৮), মোঃ রফিকুল ইসলাম (৫৫), মোঃ শাহাদাত হোসেন জুয়েল (৩২), পাঁচলাইশ থানার আসামি তৌহিদুজ্জামান জয় (৩২), মোঃ ফারুক (৩৫), চকবাজার থানার আসামি মোঃ রবিউল হোসেন (২৬), বায়েজিদ বোস্তামী থানার আসামি হারুনুর রশিদ (৪৫), মোঃ টিটু মাঝী (৪০), তোফাইল আজম তাশকার প্রকাশ আবিদ (২৪), মোঃ রফিক (৩৫), আকবরশাহ থানার আসামি ফয়সাল(২১), মোঃ শাকিল(২২), মোঃ রুবেল (২০), মোঃ ইব্রাহিম (২০), সদরঘাট থানার আসামি মোঃ হাবিবুর রহমান মুন্না (৩৮), হালিশহর থানার আসামি মোঃ হৃদয় (২২), মোঃ রাব্বি (২৮), বিজ্ঞান কুমার নাথ (৫৬), মফিজ (৩২), খুলশী থানার আসামি মোঃ জাবেদ উদ্দিন (২১), মোঃ রেজাউল করিম (৩১), ইপিজেড থানার আসামি আরমান মিয়া (২৭), লালন ফকির (২৮), ডবলমুরিং মডেল থানার আইনের সংঘাতে জড়িত শিশু মোঃ রবিউল হাসান (১৭), পারভেজ (১৭), আসামি মোঃ ইউসুফ শান্ত (২৫), মোঃ সাদেক (৩৪), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ মুন্না (২০), বন্দর থানার আসামি মোঃ নুর উদ্দিন (৪০), পাহাড়তলী থানার আসামি আব্দুল মালেক বাবুল (৬৪), গোলজার বেগম রুবি (৫৫), চান্দগাঁও থানার আসামি মোঃ নাছির উদ্দিন (৪০), বাকলিয়া থানার আসামি মোঃ ইমরান হোসেন ইমন (২৮), সালাউদ্দিন রায়হান (২৫), মোঃ জুয়েল রানা (৩৪) ও কর্ণফুলী থানার আসামি সরোয়ার আলম বাপ্পি (৩৭)।

উল্লেখ্য, গ্রেফতার ৪০ জনের মধ্যে নগরীর কোতোয়ালী থানায় সাতজন, পাঁচলাইশ থানায় দুইজন, চকবাজার থানায় একজন, বায়েজিদ বোস্তামি থানায় চারজন, আকবরশাহ থানায় চারজন, সদরঘাট থানায় একজন, হালিশহর থানায় তিনজন, খুলশী থানায় দুইজন, ইপিজেড থানায় দুইজন, ডবলমুরিং থানায় এক শিশুসহ চারজন, পতেঙ্গা থানায় একজন আছেন।

এ ছাড়া নগরীর বন্দর থানায় একজন, পাহাড়তলী থানায় দুইজন, চান্দগাঁও থানায় একজন, বাকলিয়া থানায় তিনজনজন এবং কর্ণফুলী থানায় একজন আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা আছে।