মিরসরাইয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো বলে জানান মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, অনলাইনে কমমূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে তা কেনার জন্য গত সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী মকিমাবাদ গ্রামের আবু বকর সিদ্দিল ও নাছিমা বেগম (৪০) এর ছেলে মিরসরাই আসেন। এসময় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে এজহারনামীয় ৮ আসামী সহ অজ্ঞাত আরো ২/৩ জন তাকে মারধর করে সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫’শ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে তার মা নাছিমা আক্তার মিরসরাই এসে থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অনলাইনে ব্যবসার ছদ্মবেশে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রতারণার শিকার হওয়া নাছিমা আক্তারের দেওয়া লিখিত অভিযোগটিকে দ্রুত বিচার আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ভিকটিমদ্ধয়ের সনাক্তমতে এজহারনামীয় মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভার বটতল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯), তারাকাটিয়া গ্রামের মোঃ হেলালের ছেলে মোঃ সোহেল রানা (২০), পশ্চিম মিরসরাই গ্রামের মোঃ শামসুল হকের ছেলে তারিকুল ইসলাম রিফাত (১৯), মিঠানালা ইউনিয়নের দিদারুল আলমের ছেলে মোঃ সবুজ (২০), খৈয়াছড়া ইউনিয়নের বাদামতলী গ্রামের মোঃ কবিরের ছেলে মোঃ আরিফুল ইসলাম (১৯), ইছাখালী ইউনিয়নের ইউসুফের ছেলে মো. হৃদয় (১৯), নোয়াখালী জেলার সেনবাগ থানার জমিদারহাট গ্রামের এমরান হোসেনের ছেলে মোঃ রিয়াজ হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়। মোঃ রিয়াজ হোসেন বর্তমানে মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। আসামীদের মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এজহারনামীয় অপর আসামীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।