সমাজ সেবায় একুশে স্মৃতি সংসদ পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)।
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ আবদান রাখায় একুশে স্মৃতি সংসদ পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশে স্মৃতি সংসদ সভাপতি এটিএম মমতাজুল করিম ঢাকার একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেয়া হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এই পদক প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, পদক প্রাপ্তি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আজীবন মানুষের পাশে থেকে সমাজে ভাল কিছু করার চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, এই পদক প্রাপ্তি আমার একার নয়, কাপ্তাই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কাপ্তাই কাপ্তাই বাসী সকলের প্রাপ্য।