চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভা করেছেন। এতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের বিশাল জনগোষ্ঠীর বিচারপ্রার্থীদের প্রয়োজনের কথা তুলে ধরা হয়। সেখানে থাকা আইনজীবীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমন দাবি করা হলেও ঢাকার বিরোধিতার কারণে তা বাস্তবায়ন করা হচ্ছে না।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’ ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এতে আইনজীবী ছাড়াও সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
তখন লিখিত বক্তব্য পাঠ করেন হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার। এতে বলা হয়, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি চট্টগ্রামে হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা করা। সম্প্রতি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বিষয়টি নিয়ে বক্তব্য তুলে ধরেছেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। বর্তমানে প্রায় ২০ কোটি জনগণের বাংলাদেশে বিচারিকসেবা দিচ্ছেন মাত্র দুই হাজার বিচারক।
এ সময় অ্যাডভোকেট কাশেম কামাল বলেন, ‘বর্তমানের নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ। এ পরিস্থিতিতে জোরালোভাবে বেঞ্চ স্থাপনের দাবিটিকে আমরা পুনরায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেলসহ বাংলাদেশ বার কাউন্সিলের সুবিবেচনার জন্য পেশ করতে চাই। এটি জনগণের স্বার্থে করা উচিত বলে আমরা মনে করি। এখন আমাদের ভেবে দেখার সময় এসেছে দীর্ঘ ৪৫ বছরে এই ইস্যুতে আমাদের অর্জন কি? সমস্যাই বা কোথায়? সমাধানই বা কি?’
এ সময় আরও বক্তব্য রাখেন, হাইকোর্টে বেঞ্চ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দীন চৌধুরী, সাবেক সেক্রেটারি জাহেদ হোসেন মীর, সাবেক সভাপতি মাহবুবউদ্দীন আহমেদ, জিয়া হাবিব আহসান, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মাহবুব উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আবদুস সাত্তার প্রমুখ। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাংবাদিক কাজী আবুল মুনসুর।